নিজস্ব প্রতিবেদকঃ ধারের টাকা চাইতে গেলে পাওনাদারকে জানে মারার হুমকি এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিককেও দুদকের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার বড় মগবাজার এলাকায় বসবাস কারী ব্যবসায়ী মোঃআরিফ হোসেন গত দুই বছর আগে ১০-০৫-২০২২সালে স্টাম্পের চুক্তির মাধ্যমে ব্যবসায়িক কাজে ৩ লক্ষ টাকা প্রদান করে কাজী মিনহার মোহসিন উদ্দিনকে।স্টাম্পের চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মিনহার মোহসিন মোঃআরিফ হোসেনের পাওনা টাকা পরিশোধ করে নাই।আরিফ হোসেন পাওনা টাকা চাইতে গেলে তাকে মিনহার মোহসীন জানে মেরে ফেলার হুমকিসহ হয়রানিমূলক মামলা ও দুদকে অভিযোগের ভয়। এবিষয়
মোঃআরিফ হোসেন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন,যাহার নং-৯৬২,তাং-২৯-০৮-২০২৪ মোঃআরিফ হোসেন গণমাধ্যম কর্মীদের কাছে সঠিক ঘটনা গনমাধ্যমে তুলে ধরার জন্য আবেদন করেন।এ বিষয়ে জানতে কাজী মিনহার মোহসীনকে ফোন দিলে ফোন ধরেনি কিন্তু হোয়াস্টঅ্যাপে উল্টো সাংবাদিকে দুদকের অভিযোগের ভয় দেখায়।ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন জানান, কাজী মিনার মোহসিনের কাছে টাকা ফেরত চাইলে তিনি তাকে মারধরের ভয় দেখান এবং তাকে তুলে নিয়ে আসার হুমকি দেন।এক প্রশ্নের জবাবে আরিফ হোসেন আরও বলেন,আমাকে কিডন্যাপের হুমকি দিয়েছে, আমি জীবন সংশয়ের মধ্যে আছি।
কাজী মিনার মোহসীন ধারের টাকা ফেরত না দিয়ে নানা রকম তালবাহানা করতে থাকে।আমি আমার টাকা গুলো ফেরত চাই।হাতিরঝিল থানায় দায়ের করা সাধারন ডায়রীর তদন্তকারী কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,জিডির কাগজ এখনও তার হাতে আসেনি।