শহিদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রাম থেকে মোঃ আল আমিন নামে এক মাদক বিক্রেতাকে ১০ পুড়িয়া হিরোইনসহ আটক করে আমতলী থানার পুলিশ। মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে। বিভিন্ন এলাকায় তিনি মাদক সাপ্লাই দেন স্কুলপড়ুয়া ছেলেদেরকে তিনি মাদকাসক্ত করেন। অনেকদিন যাবত পুলিশের নজরদারিতে ছিলেন মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলাউদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন কে ১0 পুড়িয়া মাদকসহ গ্রেফতার করে।আমতলীকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।