হেলেনা জাহাঙ্গীর দল থেকে বহিষ্কার
আমান উল্লাহ প্রতিনিধি সাভার উপজেলা (ঢাকা)
হেলেনা জাহাঙ্গীর উনাকে আম্লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কেন, দল থেকে বলা হয়েছে দলে থাকার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার ওগুলো আমার মধ্যে নেই।
হেলেনা জাহাঙ্গীর নিজেই ফেসবুকে লিখেছেন; তিনি গতবছর রাজনীতিতে যুক্ত হয়েছেন। এর আগে তিনি ব্যবসা বানিজ্য নিয়ে ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই হেলানা আপা মাত্র এক বছরে কোন উচ্চতার রাজনৈতিক ত্যাগ-শ্রম-নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন— যার কারনে রাজনীতিতে যোগ দেওয়ার এক বছরের মধ্যে তাকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হলো? আমার প্রশ্ন- একটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
মাত্র এক বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হেলেনা আপা কি ক্যারিশমেটিক কাজ করেছেন- যার কারনে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য করা হলো? আমার প্রশ্ন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? জানতে চাই- হেলেনা আপার পেছনে রাখব বোয়ালদের নাম!