শামীম সরকার
বয়স ৬৫ কাছাকাছি২২ বছর আগে ট্রেন থেকে পড়ে ভেঙে যায় ডান পা।
এখনো কুড়িয়ে কুড়িয়ে হাঁটেন। ভারী কোন কাজ করতে পারেন না তবুও থেমে নেই ৬৫ বছরের এই বৃদ্ধ জীবন। হাতে একটি ফ্লাক্স নিয়ে ১৭বছর ধরে চা বিক্রি করে চালাচ্ছেন সংসার। বলছিলাম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের বৃদ্ধ ইমরুল ইসলামলে কথা।
সার্বিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। চা বিক্রি করে কোনদিন ৩০০ টাকা আবার কোনদিন ২০০ টাকা আয় করা হয় তার।আরে আয় দিয়ে চলে দুই সন্তান স্ত্রী সহ চারজনের সংসার। তবুও নেই কোন আক্ষেপ।
তার ছোট ছেলে স্থানীয় পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলে হাফেজ হয়ে মাওলানা লাইনে পড়ছেন ।
চা বিক্রেতা এমরুল জানান, তার কোনো আক্ষেপ নেই। তবে পায়ের সমস্যা থাকার কারণে চলাচল করতে কষ্ট হয়। তবুও খেয়ে বেচে থাকতে হবে।পরিবার নিয়ে চলতে হবে এর জন্য কুড়িয়ে কুড়িয়ে চা বিক্রি করেন।
তবে একটা দোকানের ব্যবস্থা হলে ভালো হতো বলে জানান তিনি। সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন জানান,ইমরুল ইসলামের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সহযোগিতা করা হয়। তার বিষয়টি নজরে আছে বলে জানান তিনি।