নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বিজিবির নিজস্ব সোর্সের ভিত্তিতে ২টি মহিষ উদ্ধার করেন ১৬ ব্যাটালিয়ন বিজিবি নিতপুর হেড ক্যাম্প নিতপুর,পোরশা,নওগাঁ।
বিজিবি ও সিভিলের নিজস্ব সোর্সের ভিত্তিতে, সোমবার ভোরে ভারত থেকে অবৈধ পথে চোরাকারবারী দল ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের ২০০ গজ ভিতরে এ সময় বিজিবি নিজস্ব সোর্সের ভিত্তিতে নিতপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্য ২২৯ পিলারের আওতায় এক গোপন তত্ত্বের ভিত্তিতে টহল কাজ শুরু করেন।
এবং ২টি ভারতীয় মহিষ আটক করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি ও সিভিল টহল দলের খবর পেয়ে মহিষ রেখে পালিয়ে যায়।