শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
২য় দিনের মত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভ্যান্তরীন ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। তবে কি কারনে বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে, এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি প্রশাসন এবং সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকালে উপজেলার রহনপুর (নুনগোলা), কলেজমোড় ও ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় গন্তব্যস্থলে যেতে না পারায় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী সাধারণ। ভুক্তভোগীরা জানান, বাস চলাচল বন্ধ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিক্সা, মিশুক, সিএনজিতে করে যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে।
তবে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগদান বাধাগ্রস্ত করতেই বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে মনে করছেন বিএনপির একাধিক নেতা। যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে রাজি হয়নি কেউই।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..