শহিদুল ইসলাম সোহেল,নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল জেলার গোপালপুরের পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি দিন দিন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে পরিনত হচ্ছে।
বিভিন্ন বয়সের নারী পুরুষের সমাগমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকতে দেখা যায় মসজিদ ও এর আশপাশের এলাকা জুড়ে। কোন নিরাপত্তার ব্যবস্থা এবং বিধিনিষেধ না থাকায়,নারী ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ নির্বিঘ্নে ওঠা নামা করছেন সুউচ্চ মিনার গুলোতে।যার ফলে থেকে যেকোনো সময় যেকোন দূর্ঘটনার আশংকা রয়েছে।
এছাড়াও মসজিদের গম্বুজের চিপায় চাপায় প্রেমিক প্রেমিকা যুগলদের আপত্তিকর অবস্থায় ছবি তুলতে দেয়া যায়।মুসলিম দেশে এমন দৃশ্য নিঃসন্দেহে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে প্রতিনিয়ত।
বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয় নিয়ে অনেক সমালোচনা হলেও টনক নড়েনি মসজিদ কমিটি সহ স্হানীয় প্রশাসনের।
এ উপলক্ষে মসজিদের পবিত্রতা রক্ষার্থে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন,গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার (০২রা সেপ্টেম্বর) সকালে মসজিদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথি অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম বলেন, মসজিদ ইবাদতের যায়গা। মসজিদ আল্লাহর ঘর। ২০১ গম্বুজ মসজিদ আমাদের দেশের ঐত্যিহ্য। তাই বলে মসজিদে দর্শনার্থীদের অবাধ বিচরণ,বেহায়াপনা ও নোংরামি চলবে তা মেনে নেওয়া হবে না। অতএব মসজিদ কমিটির প্রতি আমাদের দাবি মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অবাধে চলাচল বন্ধ করতে হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গোপালপুর উপজেলার সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন,টাঙ্গাইল জেলার সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ইশা ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আলিয়া মাদ্রাসার সম্পাদক আবু সালেহ আহমেদ, হাফেজ রুহুল আমিন , ইসলামী যুব আন্দোলন গোপালপুর উপজেলা শাখার মুহাম্মদ শিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলিম জনগন।
উক্ত মানববন্ধনে উপস্থিত সকলে মসজিদ ও এর আশপাশের এলাকায় ধর্মীয় পরিবেশ বজায় রাখতে নারী-পুরুষের বেপর্দায় অবাদ বিচরণ বন্ধ করা সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানা।