জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধসহ আরও ৪ দফা দাবিতে আগামী ২১ নভেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের পরিবহণ শ্রমিকরা।
বাকী দাবিগুলো হলো- সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং চট্ট ২০৯৭) এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন ও প্রহসনমূলক নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল, মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর নেতৃবৃন্দের উপর থেকে দায়েরকৃত মামলা প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছোয়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ এবং বিভিন্ন পৌরসভার নামে সকল প্রকার টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সাসহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন (রেজি নং বি ১৭২৪) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলো মানা না হলে আগামী ২১ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন পরিবহণ নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, সহ সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং ২০৯৭ এর সভাপতি খলিল খান, কার্যকরি সভাপতি মতচ্ছির আলী প্রমুখ।