
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘ ৩৮ বছর পর সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের হাত থেকে বাপ-দাদার সম্পত্তি উদ্ধার করলেন ৯৬ পরিবার। ভূক্তভোগিরা ১০ নভেম্বর (বুধবার) বেদখল জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ঘটনাটি জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের চাপড়ার পাড় এলাকার।
জানা গেছে, দুর মাহমুদ ও সফের মাহমুদের ক্রয়কৃত চাপড়ার পাড় বিলে ৩৫ একর ৩১ শতক জমি স্থানীয় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র জোর করে নিজেদের দখলে নেয়। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করেও কোন সূরাহা না হওয়ায় ২০১২ সালের ২২ অক্টোবর ভূক্তভোগিরা আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর গত ৩ নভেম্বর উচ্চ আদালত তাদের পক্ষে রায় দেয়। পরে গত বুধবার ওই জমির অংশীদাররা তাদের জমি নিজেদের দখলে নিয়ে নেয়।
এ বিষয়ে আমজাদ হোসেন (ভেংরা) (৭০) জানান, আমাদের বাপ-দাদার এত সম্পদ থাকার পর অন্যের পুকুর পাড়ে কোন রকম ঝঁপড়ি ঘর তুলে আছি। দখলবাজদের কারণে আমজাদ হোসেনের মত পথে বসেছেন আব্দুল মজিদ, আব্দুল মান্নান, আব্দুল হান্নানসহ ৯৬ পরিবার।
ভূক্তভোগি তফের উদ্দিন বলেন, আমরা এখানে ৯৬ জন শরীক সবাই গরিব মানুষ। এক সময় এখানে বিল ছিল এ সুযোগে দখলদাররা আমাদের বাপ-দাদার জমি দখল করে নেয়। দীর্ঘদিন মামলা চলার পর গত ৩ নভেম্বর আদালত আমাদের পক্ষে রায় দেয়। যাতে আর মামলা, হামলার শিকার হতে না হয়, তাই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply