নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান থানার সরকার পাড়া সুন্নী জামে মসজিদের উন্নয়নের নামে মসজিদ দখল কারার পায়তারা করছেন বলে অভিযোগ উঠছে ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নালের বিরুদ্ধে।
মসজিদের মোতাওয়াল্লী ও মসজিদ পরিচালনা কমিটি দীর্ঘ দিন পরিশ্রম করে উত্তরখান সরকার পাড়া সুন্নী জামে মসজিদের ১৩ তালা ফাউন্ডেশন নিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যায় করে ১ম তালার ছাদের কাজ সমাপ্ত করেছেন। নকশা অনুযায়ী বাকী কাজ করতে গেলে স্থানীয় কাউন্সিলর তার লালিত সন্ত্রাসী দিয়ে ভয় ভীতি দেখিয়ে জোর পুর্বক কাজ বন্ধ করে দেন। মসজিদের বর্তমান মোতাওয়াল্লী ও মসজিদ পরিচালনা কমিটি কে পাশ কাটিয়ে উন্নয়নের নামে মসজিদ টি দখলের পায়তার করছেন । এমন অভিযোগ এনে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোহাম্মদ আলী জজ মিয়া ডিএমপি পুলিশ কমিশনার বরাবর একটি অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, মুসুল্লিদের নামাজের সুবিদার্থে সরকার পাড়া এলাকার বসবাস রত লোকজনের চাহিদা অনুযায়ী মসজিদ পারচালনা কমিটির মাধ্যমে পুরাতন মসজিদের স্থাপনা ভেঙ্গে মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে ইঞ্জিনিয়ার কর্তৃক নতুন নকশা তৈরি করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করে ১৩ তালা ফাউন্ডেশন দিয়ে ১ম তালার ছাদ সম্পন্ন করা হয়েছে । মুসল্লিদের নামাজের সু- ব্যবস্থা করার জন্য মসজিদের নকশা অনুযায়ী গত ৪ঠা জানুয়ারী ২০২১ ইং তারিখ সকাল সাড়ে আটটায় ২ জন হেলপার ও ১ জন মিস্ত্রী দিয়ে উক্ত মসজিদের সভাপতি মো. মাসুদ পারভেজ মসজিদের সাইড ওয়ালের গাথনির কাজ করান। কাজ চলা অবস্থায় ঢাকা মহানগর উত্তর ৪৫ নং ওয়ার্ড কাউন্সলর জয়নাল আবেদীন মসজিদের সভাপতি মাসুদ পারভেজকে মোবাইলে ফোন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তার কথামত কাজ বন্ধ না করায় কাউন্সিলর জয়নাল তার পালিত সন্ত্রাসী আব্দুর হাকিম, হারুনুর রশিদ, ইউসুফ, নুর নাসির সরকার, মাহমুদুল হাসান আলাল, ইমরুল, হুমায়ুন ও মোহাম্মদ আলী সহ ১৫/১৬ জন লোক হাতে বাঁশ, কাঠ ও লোহার রড নিয়ে কনস্ট্রাকশন কাজে নিয়োজিত মিস্ত্রী ও হেলপারকে ভয় ভীতি দেখিয়ে মসজিদের কাজ বন্ধ করে দেন।
বিষয়টি নিয়ে উত্তরখান থানায় একটি সাধারন ডাইরি করতে গেলে ডিউটি অফিসার ওসি তদন্তের সাথে কথা বলে এসআই মনজুরুলকে ঘটনাস্থলে পাঠান। এসআই মনজুরুল ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েও জিডি না নিয়ে ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের সাথে কথা বলতে বলেন। স্থানীয় থানায় কোন প্রতিকার না পেয়ে ডিএমপি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন বাদী।
সূত্রে জানা যায়, কাউন্সিলর জয়নাল ও তার সন্ত্রাসীরা ইতিপূর্বেও মসজিদ টি দখলের চেস্টা করে। ২০১৬ ইং সনের ১৩ ই সেপ্টেম্ভর তারিখে মসজিদের তালা ঝুলিয়ে মুসুল্লিদের নামাজ পরা বন্ধ করে দেয় জয়নাল আবেদীনের সন্ত্রসীরা। পরবর্তিতে পুলিশ এসে তালা ভেঙ্গে মুসুল্লিদের নামাজের ব্যবস্থা করেন।