প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২১, ১:২০ এ.এম
অটোপাশের দাবীতে কুড়িগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটশিক্ষার্থীদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
ক্লাশ ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে তাত্তি¡ক বিষয়ে অটো পাশ সহ চারদফা দাবীতে বৃহষ্পতিবার কুড়িগ্রামে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজার রহমান, আশিকুর রহমান ও নওশিনতা বাস্সুম।
বক্তারা বলেন, করোনার কারণে ক্লাশ নাহ ওয়ায় তাদের এক বছর সেশন জট দেখা দিয়েছে। তার উপর নীতিমালা অনুযায়ী কমপক্ষে দুইমাস তাত্তি¡ক ক্লাশ ছাড়াই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তাই শুধু তাত্তি¡ক বিষয়ে অটোপাশের দাবীতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে তারা। দাবী মানা নাহলে আন্দোলন চলবে বলে জানান তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy