মজিবুর রহমান,
মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), তার মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭), একই উপজেলার আব্দুল জব্বার (২৮) ও বিজয়নগর উপজেলার মধু দাস (৩৫)। আহতরা হলেন, রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার স্ত্রী বিলকিছ বেগম (৩০), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে অটোচালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।
স্থানীয়রা জানান, কুদ্দুছ মিয়ার সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী, ২ সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাসের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিলে শাহিনুর আক্তার রুপা ও আব্দুর জব্বারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) ও সহকারী লিটন মিয়াকে (৩৫) মাধবপুর থানা পুলিশ আটক করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy