অটোরিকশা চালক সেলিম হত্যার রহস্য ৭২ ঘন্টায় উদঘাটন ৫ জন আটক অটোরিকশা উদ্ধার
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter share
পাবনার সাঁথিয়ায় অটোরিকশা চালক সেলিম হত্যার মাত্র ৭২ ঘন্টায় রহস্য উদঘাটনসহ ৫ আসামীকে আটক করাসহ ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
Surjodoy.com
মঙ্গলবার(১৫ জুন) দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এক প্রিস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশি তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের সনাক্ত করা হয়। গত ১২জুন সময় ঢাকা, জেলার ধামরাই থানা নওগাঁ বাজারের জনৈক বক্করের ইট-ভাটা হতে তাদের আটক করা হয়।
The Daily surjodoy
আটককৃত’রা হলেন, সাঁথিয়া ছোন্দহ এলাকার সাঈদ মোল্লা ছেলে রাসেল হোসেন (২২), সাঁথিয়া বহলবাড়িয়া পূর্বপাড়া সোলেমান ছেলে রানা শেখ (২১) ও একই এলাকার মোছাঃ শীলা খাতুন (২১) স্বামী-মোঃ আল-আমিন এবং হোসেন আলী (১৮), আতাইকুলার দেলোয়ার হোসেন (৩৮)।
The Daily surjodoy
পুলিশ সুপার জানান,পরিকল্পনা মোতাবেক আসামীগণ একই তারিখ বিকাল ৫ টার সময় মাহমুদপুর বাজারে একত্রিত হয়। সেখান থেকে রিজার্ভ ভাড়ার কথা বলে ভিকটিম সেলিমকে মাহামুদপুর বাজারে আসতে বলে। সেলিম মাহামুদপুর বাজারে আসলে আসামী রাসেল, রানা, আল আমিন, সাগর এবং হোসেন ভিকটিম সেলিমের ইজিবাইকে করে বহালবাড়ীয়ার কালুকাটা নামক স্থানে পৌছে পুর্বপরিকল্পনামতো ইজিবাইকটি মোড়ে রেখে কালুকাটা চকে আইলের উপর বসে গাজা সেবন করতে থাকে। রাত্রী অনুমান ৯টার দিকে ভিকটিম সেলিম নেশাগ্রস্থ হয়ে পরলে আসামীগণ চাকু এবং হাতুরি দিয়ে নৃশংসভাবে সেলিমকে হত্যা করে।
The Daily surjodoy
আসামীরা সেলিমের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে একই রাতে আতাইকুলা বাজারে যায় এবং আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ভাঙ্গির দোকানদার দেলোয়ারের নিকট ৩১৫০০/- টাকা দিয়ে ইজিবাইকটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা গুলো ভাগাভাগি করে নেয়। এই ব্যপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy