নিজস্ব প্রতিবেদক,
অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে হাই স্কুল এন্ড কলেজ
অবশেষে এসএসসি পরীক্ষার্থীদের কাছে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
ঢাকা শিক্ষা বোর্ডের চাপে বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি অধিকাংশ শিক্ষার্থীর অর্থ ফেরত দিয়েছে বলে জানা গেছে। সব শিক্ষার্থীর অর্থ ফেরত দেয়া হলেই কেবল এ অভিযোগ থেকে প্রতিষ্ঠানটিকে অব্যহতি দেয়া হবে বলে শিক্ষা বোর্ড থেকে সর্তকবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা-২০২০ সালের ১০৫৩ জন শিক্ষার্থীর কাছে আদায় করা অতিরিক্ত ক্লাসের জন্য কোচিং ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করা হয়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সেটি জেলা প্রশাসনের মাধ্যমে করা তদন্তে প্রমাণিত হয়েছে।
সেখানে আরও বলা হয়, এই প্রতিষ্ঠানের সভাপতির আবেদন মতো ১ হাজার ৫৩ জনের মধ্যে ইতোমধ্যে ৭৮৪ জন শিক্ষার্থীর টাকা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফেরত দেয়া হয়েছে।
অপরদিকে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) আবেদন মতো ১ হাজার ৫৩ জনের মধ্যে ৮৫৯ জনের টাকা ফেরত প্রদান করা হয়েছে। বাকি সব শিক্ষার্থীর টাকা ফেরত দিলে প্রতিষ্ঠানকে এ অভিযোগ থেকে অব্যহতি দেয়ার ব্যাপারে বিধিমোতাবেক সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ বলেন, কোচিং ফির নামে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ এলে একটি তদন্ত কমিটির মাধ্যমে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দিতে কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করা হয়।
নতুবা তাদের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে বলে সর্তক করা হলে অধিকাংশ শিক্ষার্থীর অর্থ ফেরত দিয়েছে। বাকিদের অর্থ যাতে দ্রুত সময়ের মধ্যে ফেরত দেয় সেজন্য আবারও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সকল অর্থ পরিশোধ করলে অভিযোগ থেকে অব্যহতি দেয়া হবে বলেও জানান তিনি।