হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ
অতিরিক্ত তাপ দাহে ফেনীর জনগণ অতিষ্ঠ। তার ছেয়ে বেশি ভোগান্তিতে আছে ট্রাফিক পুলিশ।
সরজমিনে দেখা যায়, অতিরিক্ত তাপমাত্রার ফলে সাধারণ মানুষ কোথাও না কোথাও গিয়ে ছায়ার নিছে অবস্থা নেওয়ার সুযোগ থাকলে-ও একমাত্র ট্রাফিক পুলিশের সেই সুযোগ নেই।
জনস্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে দুলা-বালি,গরম ও যানবাহনের চাপে অধিকাংশ ট্রাফিক পুলিশ অসুস্থ হয়ে পড়ছেন। এদের দেখার কেউ নেই।
ট্রাফিক পুলিশের এমন পরিস্থিতিতে কিছু উদ্যোগ গ্রহণ করলে অনেকটাই পরিত্রাণ পেতে পারে মনে করেন স্থানীয় জনসাধারণ। কয়েকজন বলেন, ফেনী জেলার মহিপালে ট্রাফিক পুলিশের জন্য একটি মাত্র পুলিশ বক্স থাকলেও অন্য কোথাও স্থাপন করা হয়নি কোন বক্স।
মহিপাল এর মতন জেলার গুরুত্বপূর্ণ স্থান ট্রাংক রোড,দোয়েল সত্তর, মিজান রোড সত্তর, সালাউদ্দিন মোড ও হাসপাতাল মোডে স্থাপন করা যায় পুলিশ বক্স।এমন উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান সুশীল সমাজের অনেকেই।