অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রায় দুই বছর ধরে এ সিনেমার কাজ হয়েছে। বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) ‘দিন-দ্য ডে’ সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছেন অনন্ত জলিল। নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে পোস্টারটি। প্রকাশের পর ১ মিনিট ২৮ সেকেন্ডের পোস্টার নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। নেট দুনিয়ার বাসিন্দারা কড়া সমালোচনা করেছেন অনন্ত জলিলের।
পোস্টারটির কমেন্টস বক্সেই তার আভাস পাওয়া যায়। হাবিবুর রহমান হাবিব নামে একজন লিখেছেন, ‘আলিফ লায়লা যুগের মত ভিএফএক্স এখন কেউ খায় না! ভাই দেশে অনেক ট্যালেন্টেড ভিএফএক্স আর্টিস্ট আছে, আপনার এ গ্রেড মুভির জন্য এরকম সি গ্রেড ভিএফএক্স মানায় না। শুধু শুধু এদের পিছনে টাকা না ঢেলে যারা ভালো ভিএফএক্স আর্টিস্ট ওদেরকে হায়ার করেন। এরকম ভুগিচুগি জিনিসের জন্যই ভালো জিনিসের উপর দাগ পড়ে।’
ফজলে রাব্বি নামে একজন লিখেছেন, ‘অনন্ত ভাইয়ের কাছ থেকে বিগ বাজেট, বিগ বাজেট শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। এখন ছবির অনিমেশন ট্রেলারের একি হাল। মোবাইল দিয়ে এর চাইতে ভালো ভিডিও বানানো যায়।’ তার নীচেই মিরাজ লিখেছেন, ‘এটা কি রে ভাই, পাবজির গ্রাফিক্স তো এর থেকে শতগুণে ভালো। আমি দেখে দুঃখী দ্য সেড হয়ে গেলাম।’
তৌহিদুল ইসলাম তুহিন লিখেছেন, ‘ভাই এত টাকা পয়সা আছে, আপনার কষ্ট করে ভিডিও গেমস বানানোর কি দরকার?’ আসিফ ইকবাল লিখেছেন, ‘ভাই, মিডল ক্লাসের এনিমেশন হইছে। আরো ভালো হওয়া দরকার ছিল।’ এছাড়া আরো অনেক নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। অনন্তর এ পোস্টে সবমিলিয়ে ২৬ হাজার রিয়েক্টে পড়েছে। তার মধ্যে ‘হাহা’ রিয়েক্ট পড়েছে ১৭ হাজার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy