প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ২:৪৫ এ.এম
অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতায় রংপুর বিভাগের সেরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা আইন-শৃংখলা কমিটি ও আইন-শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার (১৪ ফেব্রুয়ারি) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
মুজিববর্ষ উপলক্ষে অনলাইনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে ছাত্রছাত্রীদের লেখা অনলাইন রচনা প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অধিক প্রতিযোগির রচনা জমা দেয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনকে রংপুর বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে প্রদত্ত পুরস্কার হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলা রংপুর বিভাগের সেরা উপজেলা নির্বাচিত হওয়ায় নির্বাহী অফিসার জনাব রাম কৃষ্ণ বর্মন, উপজেলার সকল সকল শিক্ষক- শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মতলুবর রহমান
পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডাইরেক্টর, নেসকো’র-১ ও নেসকো-২ ও গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, গাইবান্ধা র্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান প্রমুখ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy