করোনাভাইরাসের প্রকোপে মার্চ মাসেই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)। দেশের পরিস্থিতির উন্ননি না হওয়ায় এখনই হয়তো মাঠে ফিরবে না ক্রিকেট। তবে ক্রিকেটারদের ফিট রাখতে ভিন্ন পথ বেছে নিয়েছে ডিপিএলের খেলাঘর কল্যাণ সমিতি। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ডে উড়াল দিয়েছেন তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার লক্ষ্যে। শ্রীলঙ্কার ক্রিকেটাররাও চলতি মাসের শরুতে অনুশীলনে ফিরেছেন। পাকিস্তানের ক্রিকেটাররাও অনুশীলনে ফিরেছিলেন। কিন্তু আবার অনুশীলন বন্ধও করে দিয়েছেন তারা। এছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে বাইরে ট্রেইনিংয়ে ফিরছেন। তাছাড়া ফিটনেস ধরে রাার জন্য সবাই নিজ বাড়িতেই কমবেশি কসরত চালিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ এ বাংলাদেশের অবস্থার উুন্নতি হয়নি এখনো। তাই ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপরদিকে বেশিদিন অলসভাবে কাটালে ভাটা পড়তে পারে ক্রিকেটারদের ফিটনেসে। তাই ডিপিএলর দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি অনলাইনে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছে। বুধবার (১০ জুন) প্রথমদিনের মতো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছে। সার্বিক অনুশীলন তত্ত্বাবধান করেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কোচ নাফিস ইকবাল। দলটির তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের স্বীকৃত ফেসবুক পেইজ থেকে নাফিস ইকবাল ও দলকে এইজন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে, ‘এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। আজকে (১০ জুন) খেলাঘরের কোচ সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের তত্ত্বাবধানে অনলাইনে ফিটনেস ট্রেইনিং হয়েছে। আগামীকাল (১১ জুন) থেকে নিয়মিত নাফিস ইকবাল ভাইয়ের তত্ত্ববধানে খেলাঘরের ক্রিকেটারদের অনলাইন ট্রেইনিং চলবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy