প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ১০:৩২ পি.এম
অনাপত্তি পত্র থাকলে ভারতে আটকা পড়ারা ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরা দেশে
![]()
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
ভারতর পেট্রাপোলে আটকা পড়া তিন শতাধিক যাত্রীর মধ্য ৭০ বাংলাদশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার তারা দেশে ফেরেন। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপাল একটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তাদের নিজ খরচে সেখান অবস্থান করবেন।
কোলকাতায় বাংলাদেশের ডপুটি হাই কমিশন অফিস থেকে এনওসি নিয়ে দেশে ফেরেন তারা।
এদিকে, বাংলাদেশে অবস্থানরত ৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরত নিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তপক্ষ। আজ ২৮ জন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রী ভারতে ফিরেছে। বাংলাদেশ সরকার ১৪ দিনর জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘাষণা দেয়ার আগে অনেক পাসপোর্ট যাত্রী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন। ভারত সীমান্তে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দেওয়া উচিত ছিল। তাহলে বর্ডারে এসে আমাদের এই বিপদে পড়তে হতো না। ওপারে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদর মধ্যে বেশির ভাগ রোগী এবং শিক্ষার্থী। গত দুই দিন ধরে আটকে থাকায় অনেক রোগী অসুস্থ্য হয়ে পড়েছেন বলে জানা গেছে।
বেনাপাল সি এন্ড এফ এজেন্টে সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান বলন, দেশের বৃহত্তম স্থল বন্দর হচ্ছে বেনাপোল। এই বন্দরে হাজার হাজার মানুষ জীবন জীবকার একমাত্র উৎস কাজই এই বন্দরে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখা অতি গুরুত্বপূর্ন। বেনাপোল রফতানি গেট কাস্টমস ও বন্দরে যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত কার্যক্রমের জন্য ব্যবসায়ীদর পক্ষ থেকে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দর কর্তপক্ষকে ধন্যবাদ জানাই।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশশনাপত্র পেয়েছি। সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে। হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে বিশেষ বিবেচনায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy