ডেস্কঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে চলমান লকডাউনের মাঝেও গোপালগঞ্জে বিভিন্ন মেসে বেড়েই চলেছে চোরের উপদ্রব, হচ্ছে চুরি। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে চুরি হচ্ছে হাজার হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র। জানা গেছে, চলতি মাস সহ গত এক মাসে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ৬-৭ টি ছাত্রাবাসে চুরির ঘটনা ঘটেছে। এই সকল ছাত্রাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা বসবাস করে। সর্বশেষ কিছু দিন আগে একটি ছাত্রাবাস থেকে একটি DSLR ক্যামেরা, দুইটি মোবাইল, একটি ল্যাপটপ এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়াও ৩ টি ব্যক্তিগত ট্রাংক ভাঙা হয় এবং বাসার সকল জিনিসপত্র তছনছ করা হয়। এই বিষয়ে ওই মেসে বসবাসকারী বশেমুরবিপ্রবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ইমতিয়াজ আকাশ বলেন, “লকডাউন এতদিন দীর্ঘ হবে আমরা বুঝিনি তাই অনেক মূল্যবান জিনিসপত্র রেখে এসেছিলাম। পরবর্তীতে গত ১৩ জুন জানতে পারি মেসে চুরি হয়েছে এবং মেসে যাওয়ার পর দেখতে পাই প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।” আকাশ আরো বলেন, “এধরনের ঘটনার জন্য বাড়িওয়ালা এবং এলাকার কাউন্সিলের মধ্যে সমন্বয় সাধন করতে হবে প্রতিটা গলিতে রোডলাইটের ব্যবস্থা করতে হবে এবং প্রতি এলাকায় ২/৩ জন করে গার্ডের ব্যবস্থা করতে হবে। যাতে আমাদের মতো পরিস্থিতির শিকার যেন আর কারোর না হতে হয়। তিনি আরো বলেন, ছুটির সময়টায় কোনো সংঘবদ্ধ চক্র ছাত্রাবাস গুলোতে চুরির ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে পুলিশে একটি তদন্ত করা উচিত। এছাড়াও শিক্ষার্থীদের ও সর্তক থাকা উচিত, মূল্যবান জিনিসপত্র মেসে রেখে আসা উচিত নয়। এর আগে ভার্সিটি সংলগ্ন গোবরা এলাকায় ২ টি ও চৌরঙ্গীতে একটি মেসে চুরি করা হয়।