এস এম জীবন :
রাজধানীর মিরপুর বেড়িবাঁধের তুরাগ সিটি সংলগ্ন তুরাগ হাউজিং এর নামে ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে থাকলেও ,বিল্ডিংয়ে প্রবেশের জন্য কোন রাস্তা না থাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, তুরাগ হাউজিং এর নামে বেজমেন্ট সহ ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে, রাজউক অনুমোদিত নেই কোন সাইনবোর্ড । বিল্ডিং এ ঢোকার জন্য নেই কোন রাস্তা । পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাঁশ ও ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে ।
উপস্থিত জমির মালিক পরিচয় দানকারী আশীষ নামীয় ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ জন মিলে বিল্ডিং টা করছেন । রাজউকের অনুমোদন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, অনুমোদন আছে, কাগজ পত্র অফিসে আছে ।
সাইনবোর্ড লাগানো নাই কেন ?
এমন প্রশ্নে তিনি বলেন, ২-১ দিনের ভিতরে লাগিয়ে দিবে বলে যানান। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার বিষয় বলেন, আমরা আবেদন করেছি ।
কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বললে, আমরা রাস্তা নির্মাণ বন্ধ করে দিব । তুরাগ হাউজিং এর সভাপতি বাবুল চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য বলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন ।
এ বিষয়ে জানতে রাজউকের কর্মরত পরিদর্শক আতিফ ইসলাম ইমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন হাউজিং এর অনুমোদন নাই, সকল কার্যক্রম বন্ধ । এ বিষয় তিনি এর আগেও অভিযোগ পেয়েছেন এবং ব্যবস্থা নিবেন বলে জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই । কেউ যদি সরকারি জায়গা দখল করার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে,আমি এখনই ব্যবস্থা নিব বলেই তাৎক্ষণিক অফিস সহকারী দেলোয়ার হোসেনকে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন ।
পরবর্তীতে এ বিষয়ে অফিস সহকারী দেলোয়ারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সব কিছু দেখেছি, তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, ছবি তুলে নিয়েছি ,স্যারকে জানাবো এবং ২-১ দিনের ভিতরেই এখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়ার ব্যবস্থা করব ।
পার্শ্ববর্তী তুরাগ সিটির গেটের ভেতর দিয়ে সরু একটি গলির সন্ধান পাওয়া যায়,বাঁশের বেড়া দিয়ে ঘেরা,যেখানে আট জনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড টানানো আছে
বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়---
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy