প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ১২:৫১ এ.এম
অনুমোদন হীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান এমাসেই
নিজস্ব প্রতিবেদকঃ
চলতি মাস থেকেই সারা দেশের অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
বুধবার (১১ই নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবারের মধ্যে বিভাগীয় পরিচালকদের কাছে জরুরি ভিত্তিতে সারা দেশের অননুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তালিকা চাওয়া হয়েছে।সব জেলার সিভিল সার্জনদের এবিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে প্রশাসন, পুলিশ, আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটের সাহায্যে এ অভিযান পরিচালনা করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে লাইসেন্সধারী মোট ৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে হাসপাতাল ২ হাজার ১৩০টি, ডায়াগনস্টিক সেন্টার ৩ হাজার ৮৫৬টি ও ব্লাড ব্যাংক ৮১টি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy