বর্তমান বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বোলার সৈয়দপুরের বর্ষনকে বিশেষ অভিনন্দন জানালেন সৈয়দপুর ক্রিকেট একাডেমী। সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিকাল ৫ ঘটিকার সময় উক্ত অভিনন্দন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত থাকেন সৈয়দপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াহিদুজ্জামান সুমন, একাডেমীটির কোচ নাদিম শেখ ও জুয়েল, একাডেমীর সকল ছাত্র/ছাত্রীগন, অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার রাজু, সিটি ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন হৃদয়, রাসেল ও ক্রিকেটারগন প্রমুখ।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম জয় লাভ করে গোটা দেশ ও জাতিকে ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তেমনি শত শত ক্রিকেটারের মনে দৃঢ় আত্মবিশ্বাসের সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy