ডেস্কঃ
অনেক হলো জনসাধারণের জন্য,
এবার একটু নিজের দলের নেতাকর্মীদের দিক,যারা দলের দুরর্দিনে,দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে পরিবারের কথা না ভেবে ছুটে চলেন রাস্তার মিছিলে,কখনো থাকেন নেতার শরীরে কোনকিছুর আঁচ যেন না লাগে তার চারপাশে,কখনো ছুটে চলেন অজানা কোন এক গন্তব্যে নেতার সন্তুষ্টি অর্জনের জন্য,ভেবেছি কি কখনো তাদের ও পরিবার পরিজন রয়েছে,জেনেছি কি কখনো এই মহামারি করোনায় তাদের সকলে ঘরে খাবার আছে কি না,নেইনি একটুও কারন আমরা তো রয়েছি কে কতোটুকু বাহবা পাবো সেই প্রচেষ্টায় ভাবিনি আমাদের সাথে যে ছেলেটি সারাদিন ভরে নেতার সন্তুষ্টি অর্জনের জন্য গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিজ হাতে ত্রান দিয়ে যাচ্ছেন অথচ তার নিজ ঘরেই যে খাবার নেই,কি জবাব দিবে তারা তার পরিবারে কাছে,জবাব দেওয়ার মতো কিছুই নেই কারন নেতকে নিয়ে পরিবারে কেউ কিছু বললে পরিবার কেও ছাড় দেন না রাজনীতি করা ছেলেটি,তাই আসুন যার যার জায়গা থেকে অল্প করে হলেও রাজনীতি করা ছেলেটির জন্য কিছু করার চেষ্টা করি।।
আমার সাভার উপজেলায় কোন ছাত্রলীগ করা সহযোদ্ধা ভাই ও বোনরা আমি আপনাদের পাশে রয়েছি,আমি আপনাদের পরিবারের একজন,করোনার এই পরিস্থিতিতে খাবারের কোন সমস্যা থাকলে আপনাদের পরিবাবের পাশে থাকার সুযোগ টা দিয়েন।
কথা দিলাম আমি আর আপনি ছাড়া কেউ জানবে না।