করিমজান মহিলা কামিল (এম.এ) মাদ্রাসাটি ১৯৮৫ ইং সনে বরিশাল বিভাগের ১ম মহিলা মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠালাভ করে নারীদের ধর্মীয় শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৮৫ সালে দাখিল, ১৯৯২ সালে আলিম, ১৯৯৮ সালে ফাজিল এবং ২০০৫ সালে কামিল অনুমোদন লাভ করে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
অত্র মাদ্রাসায় সাধারণ বিভাগের পাশাপাশি দাখিল, আলিম ও ফাজিল শ্রেণিতে বিজ্ঞান বিভাগ ও কারিগরি কোর্স চালু রয়েছে। অপরদিকে ফাজিল অনার্স কোর্সও চালু আছে।
প্রতিবছর অত্র করিমজান মহিলা কামিল মাদ্রাসা হতে পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়ে শতভাগ পাশ করে থাকে।
অত্র মাদ্রাসা হতে ছাত্রীগণ কৃতকার্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নামিদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়ে পাশ করার পর সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে। অপরদিকে বেসরকারী প্রতিষ্ঠানে NTRCA এর মাধ্যমে প্রভাষক সহ শিক্ষকতার বিভিন্ন পদে কর্মরত আছেন।
অত্র করিমজান মহিলা কামিল (এম.এ) মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র না থাকায় সরকারী ছুটি ব্যতীত খোলা থাকে এবং নিয়মিত ক্লাশ পরিচালিত হয়ে থাকে। সাধারণ বৈরী আবহাওয়ার মধ্যেও ক্লাশ পরিচালিত হয়ে থাকে। অপরদিকে লেখা পড়ায় দুর্বল ছাত্রীদেরকে আলাদা ক্লাশের সময়ের পরে অতিরিক্ত ক্লাশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গরীব ও মেধাবী ছাত্রীদেরকে ফরম ফিলাপসহ মাদ্রাসা হতে কিতাব প্রদান করে সহযোগীতা করা হয়ে থাকে।
অত্র করিমজান মহিলা কামিল (এম.এ) মাদ্রাসায় আরবী, বাংলা, ইংরেজী এবং অন্যান্য বিষয়ের সুযোগ্য একঝাঁক শিক্ষকমন্ডলী শিক্ষাদান করে আসছেন। লেখা পড়ার মান ও ফলাফল মানসম্মত ও শতভাগ হওয়ায় সর্বোচ্চ ছাত্রী স্ব-ইচ্ছায় অত্র মাদ্রাসায় ভর্তি হয়ে থাকে।
বিশেষভাবে উল্লেখ্য যে, অত্র মাদ্রাসার শিক্ষকদের মধ্য হতে মুহাদ্দিছ ও আরবী প্রভাষক ছারছীনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা ও ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসা হতে সকল শ্রেণিতে ১ম বিভাগ অর্জন করার পর NTRCA এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পেয়ে অত্র মাদ্রাসায় কর্মরত আছেন। ২০২৪ সালে চরফ্যাসন উপজেলাধীন আলিম, ফাজিল, কামিল মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোচ্চ ৮১ জন ছাত্রী করিমজান মহিলা কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ০২ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ০১ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ০১ জন এবং বরিশাল বিএম কলেজ হতে কয়েকজন পাশ করার পর অত্র মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আরও উল্লেখ্য যে, অত্র মাদ্রাসায় চারটি বহুতল ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞান ল্যাব, উন্নতমানের লাইব্রেরী, বঙ্গবন্ধু কর্ণারসহ সুসজ্জিত ক্লাশরুম বিদ্যমান। যার প্রেক্ষিতে অত্র মাদ্রাসায় মেয়েদের পরিবেশে আলিম শ্রেণিসহ সকল শ্রেণিতে সর্বোচ্চ ছাত্রী ভর্তি হওয়া ও সর্বোচ্চ ফলাফলের কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে অত্র করিমজান মহিলা কামিল (এম.এ) মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য মাদ্রাসার বিরুদ্ধে অপ- প্রচার চালাচ্ছে।
অপরদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ইয়াকুব আলী সাহেব দক্ষতার সাথে মাদ্রাসা পরিচালনা করে আসছেন।
আরও উল্লেখ্য যে, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ভোলা-৪ আসন চরফ্যাসন-মনপুরার উন্নয়নের রূপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের সহধর্মিনী জনাব নিলীমা নিগার সুলতানা জ্যাকব মহোদয়ের সুদক্ষ পরিচালনায় মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।