রাফিয়াথ রশিদ মিথিলা, বিভিন্ন কারণে আলোচিত। সম্প্রতি তাকে দেখে অশ্লীল মন্তব্য করায় চোখে চোখ রেখে কড়া বার্তা দিলেন এই অভিনেত্রী। আন্তর্জাতিক নারী দিবসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নারীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।
ভিডিও পোস্টে অভিনেত্রী মিথিলা লিখেছেন, পৃথিবী বদলে যাক। মহামারিতে বহু আগেই ছেয়ে গেছে দেশ। ধর্ষকের মুখোশে পুরুষ আক্রান্ত করেছে, হত্যা করেছে অনেক প্রাণ।
ভিডিওতে দেখা যাচ্ছে, অটো থেকে নেমে মিথিলা চায়ের এক দোকানের দিকে এগিয়ে গেছেন টাকা খুচরো করতে। চায়ের দোকান বসে থাকা দুই ব্যক্তি তাকে রাস্তায় দেখে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন। এরপরই মুখে কিছু না বলে ওই ব্যক্তিদের দিকে, সোজা চোখে চোখ রাখতে দেখা যায় মিথিলাকে। ভিডিওতে স্পষ্ট বার্তা দেন মিথিলা, নীরবতাই অপরাধকে প্রশ্রয় দেয়, আর প্রশ্রয় নয় প্রতিবাদ করুন।
পোস্টে মিথিলা আরও লিখেছেন, ‘কত কিছু বদলেছে, কত কিছু নতুন এসেছে; শুধু আজও বন্ধ হয়নি নারীর প্রতি পুরুষের এই আদিম সহিংসতা। স্বাভাবিক বা মহামারি আক্রান্ত কোনো পৃথিবীই নারীর জন্য নিরাপদ নয় এক মুহূর্তের জন্যেও। আসুন, নির্যাতনকে ঘৃণা করতে শিখি। সহিংসতা নিশ্চিহ্ন হোক।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy