
শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অপহরনের ২ মাস পর অপহৃত কিশোরী (১৩)-কে উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ।
গত ১৫ নভেম্বর সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ীর জরুন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানান-অপহৃত কিশোরী ঈশ্বরগঞ্জ উপজেলার স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শরীফ মিয়া তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এই কথা ওই কিশোরীর বাবা-মা জানতে পেরে শরীফের বাবা-মাকে বিষয়টি জানালে রাগে-ক্ষোভে ওই কিশোরীকে অপহরন করে গাজীপুর জেলার কোনাবাড়ী নিয়ে যায় শরীফ। সেখানে ওই কিশোরীকে নিয়ে শরীফ তাকে গায়ের জোরে বিয়ে করে ঘর-সংসার করছিলো।
এদিকে অপহরনের পর ওই কিশোরীর বাবা বাদী হয়ে আদালতে একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই গত ৫ নভেম্বর বিজ্ঞ আদালত এর তদন্তের দায়িত্ব দেন ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ নভেম্বর সোমবার ২ মাস পর গাজীপুর জেলার কোনাবাড়ীর জরুন এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply