ডেস্ক রিপোর্ট
অপহৃত ১৮৭ জনকে উদ্ধার করলো নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী
নাইজেরিয়ায় অপহরণের শিকার অন্তত ১৮৭ জনকে উদ্ধার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয়ভাবে দস্যু হিসেবে পরিচিত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে গ্রামে অভিযান, লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) জামফরা রাজ্য থেকে শিশু, নারী, পুরুষসহ ১৮৭ জন ভুক্তভোগীকে মুক্ত করা হয়।
জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানান, কয়েক সপ্তাহ বন্দি থাকার পর তাদের নিঃশর্তভাবে উদ্ধার করা হয়। ঘণ্টাব্যাপী ব্যাপক তল্লাশি-অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে।
দেশটির জামফারা, কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের জঙ্গলে অপরাধী চক্রগুলো গোপনে শিবির স্থাপন করেছে। যেখানে স্কুল শিক্ষার্থীদের মুক্তিপণের জন্য অপহরণ করে আটকে রাখে তারা।