রেখা আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
এবারের ঈদে ঢাকাতেই ছিলাম। পরিবারের সঙ্গে বাসাতেই বিশেষ দিনটি পালন করেছি। তবে ঈদের পরদিন দেশটিভিতে সরাসরি গান শুনিয়েছি শ্রোতা-দর্শকদের।
Surjodoy.com
তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। বেশ ভালো সাড়া মিলেছে অনুষ্ঠানটি থেকে- এভাবেই গেলো ঈদ নিয়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে এ শিল্পী তেমন একটা বের হচ্ছেন না। পরিবারের সঙ্গে বাসাতেই বেশি সময় কাটাচ্ছেন। তবে বিশেষ কোনো টিভি অনুষ্ঠান হলে তাতে অংশ নিচ্ছেন।
The Daily surjodoy
সব মিলিয়ে কেমন যাচ্ছে চলতি সময়টা? এ শিল্পী বলেন, সময়টা ভালো না। করোনা পরিস্থিতি আর ঠিক হচ্ছে না। এই মহামারী কবে যে বিদায় হবে সেই প্রহর গুণছি। সব যেন অস্বাভাবিক হয়ে আছে। এরমধ্যে অনেক পছন্দের মানুষকেইতো আমাদের হারাতে হয়েছে। মন খারাপ হয়ে যায় এমন খবর শুনলেই। অপেক্ষায় আছি সব কবে স্বাভাবিক হবে। স্টেজ শো তো বন্ধ হয়ে গেছে আগেই।
The Daily surjodoy
এ সময়ে শিল্পী-মিউজিশিয়ানরাও তো আর্থিক ক্ষতির মুখে পড়েছেন? বেলী বলেন, আসলে করোনা পরিস্থিতির শুরুতে ভেবেছিলাম হয়তো সাময়িকভাবে কিছু ক্ষতি হবে, সেটা সব সেক্টরেই। কিন্তু এখন তো বছর পার হয়ে গেলো। এতটাই ক্ষতি হচ্ছে অনেকেই মেরুদ- সোজা করে দাড়াতে পারবে না।
The Daily surjodoy
কারণ অনেক শিল্পী, শিল্পী গোষ্ঠি, ছোট ছোট সংগীত সংগঠন, মিউজিশিয়ানরা কিন্তু স্টেজের ওপর নির্ভরশীল। জমানো অর্থ দিয়ে কতদিন আর টিকে থাকা যাবে। এক্ষেত্রে দ্রুতই করোনা পরিস্থিতি যাবে না বলেই মনে হচ্ছে। সেটা হলে ভয়ানক অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য। দোয়া করি দ্রুতই যেন সব ঠিক হয়ে যায়।
The Daily surjodoy
এরমধ্যে নতুন গান করা হয়েছে কী? শাহনাজ বেলী বলেন, নতুন গান করেছি, তবে প্রকাশ করিনি। পরিস্থিতি একটু ঠিক হলেই গানগুলো প্রকাশ করবো। তাছাড়া আরো পরিকল্পনা আছে? সেটা কি? এ গায়িকা বলেন, রাধারমন ও ফোক গানের অ্যালবাম করবো বলে ঠিক করে রেখেছি। দ্রুতই এগুলোর রেকর্ডিংয়ে চলে যাবো।