
শাহিন আলম, গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নিয়মিত অফিস না করেই বেতন নিচ্ছেন প্রায় ২০ কর্মচারী। এর মধ্যে ৪ জন নিয়মিত ও ১৬ জন মাস্টাররোলের কর্মচারী রয়েছেন।
এদের নিয়ে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি নবনির্বাচিত মতিউর রহমান খানের নজরে আসলে তিনি সচিব খাইরুল হককে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
নিয়মিত কর্মচারীদের মধ্যে স্টোর কিপার আনোয়ারুল ইসলাম, গার্বেজ ট্রাকচালক আমিনুল ইসলাম বাবু ও কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান টেক্কা,
নিয়মিত দায়িত্ব পালন না করে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে
টিকাদানকারী পদে থাকা শামীম আরা বেগম মাঝে মাঝে অফিস করলেও ৯ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা অফিস করেন। এছাড়া তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply