প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২০, ১:২০ পি.এম
অবশেষে টনক নড়তে শুরু করেছে মধুপুরের গারোবাজার পরিচালনা কমিটির সমস্যা সমাধানে নিষ্ফল আলোচনা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অপার সম্ভাবনাময় গরোহাটটি কতৃপক্ষের অব্যবস্থাপনায় প্রায় ধ্বংস হতে বসেছে।অপরিকল্পিত ভাবে অবৈধ দখলদারদের দখলে চলে গেছ বাজারের বেশিরভাগ যায়গা।গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা।ফলে প্রতিনিয়ত লেগে থাকে দীর্ঘ যানজট।সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।বাজার পরিচালনা কমিটির ভুমিকাও হয়েছে প্রশ্নবিদ্ধ।
বাজারের এসব অনিয়ম এবং দূর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় এবার টনক নড়তে শুরু করেছে বাজার পরিচালনা কমিটির।অবশেষে বাজার কমিটি আলোচনায় বসতে শুরু করেছে বাজারের দোকানদার এবং ব্যবসায়ীদের সাথে।
এবিষয়ে আলোচনা করতে শনিবার ৮ই আগষ্ট বিকাল ৩টায় বাজারের দোকানদার এবং ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাজার কমিটি।বাজার পরিচালনা কমিটির সভাপতি, মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব,সাধারণ সম্পাদক আবদুস সাত্তার,ইউপি সদস্য দেলোয়ার মেম্বার,বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী এবং দোকানদারগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায়,পুলিশ ফাঁড়ির জন্য কালেকশন কৃত টাকা আত্মসাৎ,বাজার উন্নয়ন কমিটির সভাপতি কতৃক টাকা আত্মসাৎ,বনিক সমিতির নামে টাকা আত্মসাৎ,অবৈধ দখলদারের কবল থেকে বাজারের যায়গা উদ্ধার,যানজট নিরসন,গরু ব্যবসায়ী কতৃক মসজিদের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির বিষয়ে আলোচনা হয়।এছাড়াও ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ উপস্থাপন করেন এবং এর প্রতিকারে করনীয় সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।
তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।তাদের দাবি নেতৃবৃন্দ তাদের দূর্নীতি ধামাচাপা দিতেই আলোচনার নামে প্রহসন করছেন।এজন্য বাজারের উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন,প্রতিবছর সরকারী খাতে পাঁচ থেকে সাত লক্ষ টাকা জমা হয় এই বাজার থেকে।তাছাড়া রফতানি এবং বিভিন্ন সংগঠনের নাম করে প্রায় ৩০-৪০ লক্ষ টাকা আদায় করে স্বার্থান্বেষী একটা মহল। অথচ বাজার উন্নয়নে তাদের কোন মাথা ব্যাথা নেই।এজন্য তারা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাজার কে দখলদার ও চাঁদাবাজ মুক্ত করার আহ্বান জানান। সবশেষে বাজার কমিটির সভাপতি কাজী আবদুল মোতালেবসহ উপস্হিত সকলের সম্মতি ক্রমে আগামী ৮ই সেপ্টেম্বর পুনরায় আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy