অবশেষে ধর্ষক গ্রেফতার-রংপুরের পীরগঞ্জে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী ৬ মাসের অন্তঃস্বত্ত্বা
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
পীরগঞ্জে প্রতিবেশী বড় ভাইয়ের লাম্পট্যের শিকার হয়ে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ার ঘটনায় ধর্ষক মোনতাজ ওরফে মমতাজ আলীকে পুলিশ গ্রেফতার করেছে,
শনিবার (১৪ আগস্ট) পড়ন্ত বেলায় সহকারী পুলিশ সুপার, রংপুর (ডি সার্কেল) নির্দেশে পীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করতোয়া নদীর জাতের ঘাট হতে ধর্ষক নদী পার হয়ে পালানোর সময় গ্রেফতার করে।
অন্তঃস্বত্ত্বা স্কুল ছাত্রী ও তার পরিবার সূত্র জানায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুটি গ্রামের মৃত- ইসমাঈল আলীর পুত্র দু’সন্তানের জনক মোনতাজ ওরফে মমতাজ আলী (৬২) প্রতিবেশী হতদরিদ্র শ্রবণ প্রতিবন্ধী বাবা ও শারীরিক প্রতিবন্ধী মা’য়ের একমাত্র কন্যা ওই স্কুল ছাত্রীকে নির্জন বাড়িতে ভাত রান্নার ছলনা দিয়ে ডেকে নিয়ে গিয়ে মুখে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যার হুমকী দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গ্রাম্য সম্পর্কে ওই স্কুল ছাত্রী মমতাজের ছোট বোন। সে স্থানীয় সুজারকুটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রায় ৬ মাস পূর্বে লম্পট মমতাজ আলীর পুত্রবধূ শাহানাজ পারভীন সন্তান সম্ভবা হওয়ায় তাকে সিজারের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় পুত্র লিটন মিয়া, কন্যা স্বপ্না বেগম (এক সন্তানের জননী) ও তার স্ত্রী ছানোয়ারা বেগমও মেডিকেলে গেলে ৩ দিন বাড়ি ফাঁকা ছিল। এ সুযোগে মমতাজ আলী ওই স্কুল ছাত্রীকে নানা ভয়-ভীতি, অর্থের প্রলোভন ও মেরে ফেলার হুমকী দেখিয়ে প্রায়ই ভোগ করে আসছিল।
এদিকে প্রকৃতির চিরাচরিত নিয়মে ওই স্কুল ছাত্রী তার অজান্তে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। গ্রাম প্রতিবেশীরা তার শারীরিক গঠন পরিবর্তনের ঘটনায় নানাভাবে প্রশ্নবানে জর্জরিত করতে থাকে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বরাবরই অস্বীকার করে আসছিল। সে তখনও জানতো না যে, তার গর্ভে সন্তান। এক পর্যায়ে গত ৭ আগস্ট ‘ডিআর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতাল’
এ নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ৬ মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানান। এ বিষয়ে পরিবারের লোকজন ওই স্কুল ছাত্রীর নিকট জানতে চাইলে সে উল্লেখিত ঘটনা খুলে বলে। বিষয়টি গত ঈদুল-আজহা’র ২দিন পূর্বে গ্রামে জানাজানি হলে প্রভাবশালী মোনতাজ ওরফে মমতাজ আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই অসহায় স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালায়।
অব্যাহত ভয়-ভীতি ও হুমকীর কারণে প্রাণ ভয়ে ওই স্কুল ছাত্রী গত ৪ আগস্ট বাড়ি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়। বাবা-মা প্রতিবন্ধী হওয়ায় তারা ভয়ে আইনের আশ্রয় নেয়ারও সাহস করেনি।
ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার জন্য স্কুল ছাত্রীর চাচা বুলু মিয়া ও তার স্ত্রী সমস্ত বেগম স্থানীয় সুজারকুটি মসজিদে বিচার প্রার্থনা করলে গত রোববার (৮ আগস্ট) রাতে সালিস বৈঠক হয়। বৈঠকে মমতাজ আলী ওই স্কুল ছাত্রীকে তার অপকর্মের জন্য এক লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও গর্ভের সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করেন। ফলে মিমাংসা বৈঠক ভেস্তে যায়।
বিষয়টি সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জমান অবহিত হলে পীরগঞ্জ থানা পুলিশকে অভিযুক্ত ধর্ষক মমতাজ আলীকে গ্রেফতারের নির্দেশ দিলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy