অবশেষে পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গোয়েন্দা পুলিশ একটি মাইক্রোবাসে করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে রাত ১২টার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে রমনা ডিভিশনের ডিসি (ডিবি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, নূরের একটু হাপানি সমস্যা ছিলো আগে থেকেই। এজন্য তাকে হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যার পর মৎস্য ভবন এলাকা থেকে নূরসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে, গত রবিবার রাতে নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy