অবশেষে বয়স্ক ভাতার্কাড পেলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামের বৃদ্ধা কবিজন নেসা (৭২)।
এমপি সুপারিশ করার পরেও কবিজন নেসার ভাগ্যে জোটলা না ভাতাকার্ড শিরোনামে সংবাদটি গত শনি,রবি,সোমবার জাতীয়,অনলাইন ও সামাজিক যোগাযোগ পোর্টালে প্রকাশ হওয়ার পরই তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে প্রশাসন।
অবশেষে আজ সোমবার (১৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের কবিজন নেসার বাড়িতে গিয়ে কবিজনের হাতে বয়স্ক ভাতাকার্ড তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেন, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান, বিএম আবুল হোসেন, ইউপি সদস্য মোন্নাফ আলীসহ প্রমুখ।
বয়স্ক ভাতাকার্ড পেয়ে কবিজন নেসা খুশিতে কেঁদে ফেলেন। তিনি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করেন এবং বয়স্ক ভাতাকার্ড প্রদানে সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের বলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্যারের নির্দেশে আজ সকালে বয়স্ক ভাতাকার্ড কবিজন নেসার হাতে তুলে দেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy