প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২১, ২:০১ এ.এম
অবশেষে মারাই গেলেন সেই অসহায় বৃদ্ধ,লাশ দাফন করবে আঞ্জুমান মফিদুল
শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের গোপালপুরের সেই অজ্ঞাত বৃদ্ধ (৭০) অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের প্রেসার কোনোভাবেই কমছিল না। শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গোপালপুর থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছিল। তারপরও তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে ওই বৃদ্ধের মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।
উল্লেখ্য,বৃহস্পতিবার (১১ মার্চ) ফেসবুকভিত্তিক সংগঠন "আমরা গোপালপুরবাসী" গ্রুপে হাসপাতাল সংলগ্ন ব্রীজের উপর শুয়ে থাকা ঐ বৃদ্ধের চিকিৎসার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুপুরে একটি সচিত্র পোস্ট দেয়া হয়। পোস্টটি কর্তৃপক্ষের নজরে এলে বিকেলে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক তার চিকিৎসার দ্বায়িত্বভার গ্রহণ করেন।সেখানে তাকে দেখতে যান এবং তার চিকিৎসার সব দায়ভার গ্রহণ করেন। সবশেষে শুক্রবার বেলা বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy