অবশেষে স্বপ্নের ফাইনালে সিৎসিপাস
| ১২ জুন ২০২১ | ১:০০ অপরাহ্ণ
অবশেষে স্বপ্নের ফাইনালে সিৎসিপাস
FacebookTwitterShare
দুই বছর আগে সবাইকে চমকে দিয়ে জিতেছিলেন এটিপি ট্যুর ফাইনালস। কিন্তু গ্র্যান্ড স্ল্যামে প্রত্যাশিত সাফল্য মিলছিল না। অবশেষে টেনিসের মেজর টুর্নামেন্টের প্রথম ফাইনালে ওঠার স্বাদ পেলেন স্টেফানো সিৎসিপাস। পাঁচ সেটের লড়াইয়ে আলেক্সান্ডার জেভেরেভের প্রতিরোধ ভেঙে প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন এই গ্রিক তারকা।
Surjodoy.com
ফ্রান্সের রোলাঁ গাঁরোয় শুক্রবার প্রথম সেমিফাইনালে প্রথম দুই সেট হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান জেভেরেভ। তবে শেষ সেটে ২৫ বছর পর প্রথম জার্মান হিসেবে ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠা এই ষষ্ঠ বাছাই আর পেরে ওঠেননি। পঞ্চম বাছাই সিৎসিপাস ম্যাচটি ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ গেমে জেতেন।
The Daily surjodoy
ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে উচ্ছ্বসিত সিৎসিপাস। ম্যাচ শেষে তিনি বলেন, এই মুহূর্তে আমি শুধু একটা বিষয়ই ভাবতে পারছি। সেটা হলো আমার পুরনো দিনের কথা, যেখান থেকে আমি উঠে এসেছি। এথেন্সের বাইরে ছোট্ট একটা এলাকা থেকে এসেছি আমি।
The Daily surjodoy
তিনি আরও বলেন, আমার স্বপ্ন ছিল এখানে খেলার। কোনো একদিন ফরাসি ওপেনের বড় মঞ্চে খেলার। যদিও কখনো ভাবিনি তা পারব।
ফাইনালে নোভাক জকোভিচের বিপক্ষে খেলবেন সিৎসিপাস।