প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ৮:২৮ পি.এম
অবশেষে ১২ ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

হেফাজতের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনার বাংলা ট্রেন। ১২ ঘণ্টা বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হলে ২৮ মার্চ রোববার রাত ১০টায় ট্রেন চলাচল শুরু হয়।
২৮ মার্চ সকালে হেফাজতের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। রেললাইনের নাট-বল্টু খুলে ফেলা হয়। রেলসেতুতেও আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সোনার বাংলা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি হামলার মুখে পড়লে ট্রেনটিকে ফিরিয়ে ভৈরব নিয়ে আসা হয়। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত আধুনিক বগি থেকে শুরু করে ইঞ্জিন কিছুই বাদ যায়নি। প্রতিটি বগির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রতি যুক্ত হওয়া চীন ও ইন্দোনেশিয়ার কোচগুলো ভেঙে ফেলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মীদের তাণ্ডবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাঠি ও পাথর হাতে ট্রেনটির উপর ঝাঁপিয়ে পড়ে হেফাজতের কর্মীরা। তাদের আক্রমণে ট্রেনের চালক ও সহকারী চালক আহত হন। এছাড়া কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। পুরো ট্রেনের সবগুলো জানালার গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এদিকে নাশকতার আশঙ্কায় রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ আজ সোমবার সোনার বাংলা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে। কাল ৩০ মার্চ মঙ্গলবার পুরনো বগিতে চলানোর সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে শান্তনু দাশ জানান - সোনার বাংলা ট্রেন জনগনের সম্পদ। রাজনৈতিক ক্রোন্দলে দেশের সম্পদের যেনো ক্ষতি না হয় সেটা দেখা একান্ত প্রয়োজন।সোনার বাংলা ট্রেনের কর্মচারীরাও আহত হয়েছেন।তাদের মধ্যে একজন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি আছেন।এছাড়াও তিনি রেলওয়ে নিরাপত্তা বাহীনি (আর এন বি) কে রেলওয়ে চলাচলকারী ট্রেন রক্ষার্থে সর্বচ্চ ক্ষমতা দিলে এই ধরনের দেশের সম্পদ ক্ষতির হাত থেকে রেলওয়ে অনেকাংশে রক্ষা পাবে বলে অভিমত প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy