প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ১১:৪৯ পি.এম
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলণের সরঞ্জাম জব্দ
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও সরকারি ইজারা বিহীন অবৈধভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেলী ব্রীজের অ-দূরে ছোট যমুনা নদী থেকে স্থানীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে(ড্রেজিং)শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলণ করা হচ্ছে।
এমন সংবাদ পেয়ে জাতীয় দৈনিক সূর্যোদয় উক্ত বালু ঘাটটি পরিদর্শন করে এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। দৈনিক উপজেলা প্রশাসনকে ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এ সংবাদ পেয়ে কয়েক ঘন্টার মধ্যে প্রশাসন বালুর ঘাটে উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছেন।
শনিবার(২৮ শে আগস্ট) সকালে বালু উত্তোলনের বিষয়টি জানালে বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি)এম.এম আশিক রেজা উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলণের সরঞ্জামগুলো জব্দ করেন। তবে ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকারি কাওকেই বালুর ঘাটে পাওয়া যায়নি।
পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার(ভূমি)এম.এম আশিক রেজা অবৈধভাবে বালু উত্তোলণের সরঞ্জামগুলো জব্দ করে সাংবাদিকদের বলেন,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইজারা বিহীন ছোট যমুনা নদী থেকে (ড্রেজিং) শ্যালো মেশিন ব্যবহার করে শহরের অ-দূরে নির্জন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ সংবাদটি
জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার সাংবাদিক আমাদের জানালে।
সংবাদ প্রাপ্তের পর বিকেলে বালু ঘাটটিতে উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়াই বালু উত্তোলনের সকল সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে এবং জব্দকৃত সরঞ্জামগুলো সরকারি কোষাগারে জমা রাখা হবে।
বলে তিনি আরও বলেন সরকারি আইন অমান্য করে কেউ যদি নদী থেকে বালু উত্তোলন করে থাকে সে যতোবড়ই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি এমন বে-আইনি কাজের সংবাদ গুলো উপজেলা প্রশাসনকে জানাতে সাংবাদিকদের আহ্বানও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy