প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ১১:০০ পি.এম
অবৈধ ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিরেন দাস,জয়পুরহাটঃ-
নওগাঁর বদলগাছীতে শ্যালো ইঞ্জিন দ্বারা চালিত অবৈধ ভটভটির ধাক্কায় ফিরোজ হোসেন (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর মাদ্রাসা মোড় নামক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ফিরোজ হোসেন মিঠাপুর ইউপির ইসমালপুর গ্রামের মৃত.মোকলেছুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, ফিরোজ হোসেন তার ক্ষেতের আবাদকৃত কড়লা বিক্রয়ের জন্য কোলা হাটের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিল এমন সময়ে ইসমাইলপুর মাদ্রাসা মোড়ে ভান্ডারপুর বাজারের দিক থেকে একটি মাছ বাহী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি টি দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে।
ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ওই ভটভটির চাকার নিচে পরে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষিপ্ত এলাকাবাসী ঘাতক ভটভটিসহ চালকে ঘটনারস্থলেই আটকে রেখে বদলগাছী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করে মাছবাহী ভটভটি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম দৈনিক সূর্যোদয়কে বলেন, এ ঘটনায় নিহত ফিরোজের ভাই থানায় একটি মামলা দায়ের করলে। ভটভটি চালককে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে সোপর্দ করা হয়েছে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy