প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশেষ প্রতিনিধিঃ- নিরেন দাস
Facebook Twitter share
বগুড়ার আদমদীঘিতে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
বৃহস্পতিবার(১০ জুন) সকাল ১১ টায় উপজেলার রহিম উদ্দীন ডিগ্রি কলেজ এলাকা থেকে সদর ও মুরইল বাজার পর্যন্ত পাকা-আধাপাকা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।
Surjodoy.com
উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন, বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান। এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
The Daily surjodoy
জানা গেছে, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে।
Leave a Reply