বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুররে অভিজ্ঞতার সাইনবোর্ড ঝুলিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন সঞ্জয় কুমার রায় নামে এক ভুয়া চিকিৎসক। তিনি ওই উপজেলার শিকারপুর বন্দর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীদের অভিযোগ, অপারেশন ও টেস্ট বাণিজ্যের মাধ্যমে প্রতারণা করে অসহায় রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন সঞ্জয় কুমার রায়।
শিকারপুর বন্দর এলাকার তানজিলা বেগম জানান, এক মাস আগে তার মেয়ের নাকের পলিপাস অপারেশন করে তিন হাজার টাকা নিয়েছেন সঞ্জয় কুমার রায়। এমনকি নিজের ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি ও রক্ত পরীক্ষা করিয়েছেন তিনি। এজন্য দিতে হয়েছে আরো এক হাজার টাকা।
বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, সঞ্জয় কুমার রায় নিজেকে পল্লী চিকিৎসক পরিচয় দেন। তার অভিজ্ঞতার কোনো ডিগ্রি নেই। তিনি বিভিন্ন স্পর্শকাতর ও জটিল রোগের চিকিৎসা দেয়ার নামে অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী জানান, গ্রাম্য চিকিৎসকের অপারেশন কিংবা টেস্ট দেয়ার সুযোগ নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy