এসব প্রতারকরা বিএনপির সিনিয়র নেতাদের নামে বেনামে ফেসবুক আইডি ও পেইজ চালিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এ কারণেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মতো নেতারা সম্মান বাঁচাতে প্রকাশ্যে জানাতে বাধ্য হয়েছেন যে, তাদের কোনো ফেসবুক আইডি বা পেইজ নেই।
বিএনপির কিছু সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেবলমাত্র দলের সম্মান রক্ষার্থে এসব ছাত্রদল নেতাকর্মীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
তারা বলেন, এসবের কারণে তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সিনিয়র নেতাদের নামে চাঁদাবাজি ও ভুয়া তথ্য প্রচার অব্যাহত থাকলে আগামীতে তৃণমূলের কর্মীরা দল ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন দলের নীতি নির্ধারকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, কৌশলে একটি চক্র এসব আইডি ও পেইজ ব্যবহার করে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির নামে চাঁদাবাজি করছে।
তিনি বলেন, দলীয় পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা এসব প্রতারকদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। দল থেকে তাদের একটি তালিকা করাও হচ্ছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy