
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা ভারত দেশে চোরাই পথে মহামূল্যবান কষ্টিপাথরের মূর্তি অভিনব কায়দায় শপিং ব্যাগের ভিতরে রেখে ভারতে পাচারকালে জয়পুরহাট- ২০,বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবির শিমুলতলী সীমান্ত এলাকায় চোরাকারবারি বিরোধী অভিযান চালিয়ে মহামূল্যবান কষ্টিপাথরের তিনটি ভাঙ্গা মূর্তি উদ্ধারসহ খানো ফকির (৫৫) নামে এক চোরাকারবারি কে আটক করেছে পাঁচবিবি বিশেষ বিজিবি ক্যাম্পের সদস্যরা।
সোমবার (৩০ শে আগস্ট) বিকেলে উপজেলার শিমুলতলীর সীমান্ত এলাকা থেকে কষ্টিপাথরের ভাঙা তিনটি মুর্তিসহ হাতেহাতে তাকে আটক করা হয়।আটককৃত চোরাকারবারী খানো ফকির পাঁচবিবি উপজেলার উঁচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে।
আটক ও মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০,বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান দৈনিক সূর্যোদয়কে জানান,উপজেলার শিমুলতলীর সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র আভিযানিক একটি দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় বিজিবি’র কাছে একটি গোপন সংবাদ কাছে আসে।
একজন চোরাকারবারি উপজেলার শিমুলতলীর সীমান্ত দিয়ে ভারতের কষ্টিপাথরের মূর্তি পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দা অবিলম্ব করে শপিং ব্যাগে ভিতরে কষ্টিপাথরের মূতি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি’র সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভিতরে রাখা কষ্টিপাথরের ভাঙা তিনটি মূর্তি উদ্ধারসহ চোরাকারবারি খানো ফকিরকে হাতেনাতে আটক করে পাঁচবিবি বিজিবি ক্যাম্পে নেয়া হয়।
তিনি জানান,উদ্ধারকৃত কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তিসহ আটককৃত চোরাকারবারিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে। এবং মূর্তিগুলো মহামূল্যবান হলেও এখনো মূর্তিগুলোর সঠিক মূল্য নির্ধারণ করা যায়নি বলেও পাঁচবিবি বিজিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান বলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply