আসমা আহমেদঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমনে দৃঢ় অবস্থানে রয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এখানে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকা বহু বছরের অনিয়ম-দুর্নীতি।
করোনাভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করেছে। দেশে দেশে মানুষ মরছে। বাংলাদেশও আক্রান্ত হয়েছে এই মহামারি করোনা ভাইরাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বশক্তি দিয়ে, দূরদর্শিতার মাধ্যমে দেশের মানুষকে নিরাপদে রেখে অর্থনীতির চাঁকা সচল রাখার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এক শ্রেণির ঠকবাজ মানুষ নানান ফন্দিফিকিরের মাধ্যমে করোনাকে পুঁজি করে মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এছাড়াও এই করোনাকালে ভয়াবহ কিছু দুর্নীতিবাজরা বেরিয়ে এসেছে। প্রতিটি ক্ষেত্রেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ঠকবাজ এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থ্যা করেছে।
সবদেশের মতো বাংলাদেশেও দুর্নীতি ছিলো এখনো আছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যার মতো কেউ কখনো দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে টানা পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। আজ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে সব অপরাধীকে আইনের মুখোমুখি করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ কাজের সহযোগী হতে প্রশংসা করতে হবে। প্রশংসা হচ্ছে জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পুরস্কার। কেননা দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যার বলিষ্ঠ ভূমিকা পুরস্কার প্রাপ্তির দাবি রাখে।