ডেস্ক রিপোর্ট
অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের ২১ আরোহী
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়নের পরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ আরোহী। বিমানটি বিধ্বস্তের পরপরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে দ্য ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ বিমানটি। উড্ডয়নের সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৫০০ ফুট দুরুত্বে বিমানটি আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত যাত্রী ও ক্রুদের বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত বিমানে আগুন ধরে যায়। দমকল কর্মীদের চেষ্টার পরও বিমানের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
এক বিবৃতিতে হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তিন ক্রুসহ ২১ আরোহী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন’। এ ঘটনায় তিনজন সামন্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার কারণ এখনো উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে তদন্ত শুরু করেছে প্রশাসন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy