দিনাজপুরের হাকিমপুর বাংলা হিলি জিরোপয়েন্ট এলাকায় রেল লাইনের উপরে ভারতীয় পাথর বোঝাই ট্রাক বিকল হওয়া অল্পের জন্য প্রাণে বেঁচে গেল পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপেস ট্রেনের শতশত যাত্রীদের প্রাণ।
Surjodoy.com
রবিবার(১৩ জুন) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট জিরোপয়েন্ট অতিক্রমকালে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল সাড়ে ৮ টার সময় পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসে।
The Daily surjodoy
প্রত্যক্ষদর্শী সিএন্ডএফের কর্মচারী হান্নান বলেন, আমি লাল পতাকা দিয়ে ট্রেনটিকে থামানো উদ্দ্যেশে যাই এসময় পয়েন্টম্যান্ট স্টেশন মাষ্টাকে দ্রুত খবর দিয়ে ডাউন সিগনাল তুলে নিতে বলে পরে ট্রেনটি আউট সিগন্যালেই থেমে যায়।
The Daily surjodoy
হিলি রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান গোলাম মোস্তফা বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশনের প্রবেশের আগমূর্হুতে ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক রেল লাইনের উপর বিকল হয়ে যায়। এসময় চেকপোস্ট এলাকায় কর্মরত সিএন্ডএফের কর্মচারী হান্নান লাল পতাকা তুললে দুর্ঘটনার কবল এলাকা থেকে ২ শ গজ দূরে ট্রেনটি থামতে সক্ষম হয়।
The Daily surjodoy
লাইনের উপর থেকে অন্য একটি ট্রাক দিয়ে বিকল ট্রাকটিকে সড়ানোর পর ট্রেনটি সেখানে ৫ মিনিট অপেক্ষার পর আবারো ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। এতে করে প্রাণে বেঁচে যায় ট্রেনটিতে থাকা শতশত যাত্রীরা।
Leave a Reply