তৌহিদ আহ্মেদ রেজা:
অসহায়দের সাহায্য, পুলিশ ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করছেন ডিআইজি হাবিবুর রহমান
প্রকাশ
করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষকে ঘরবন্দি করে ফেলেছে।প্রতিনিয়ত বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা । বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে অসংখ্য মানুষ। এ অবস্থায় থমকে গেছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম।
মানুষ ঘরে থাকতে বাধ্য। দেশে দেশে লকডাউন, কারফিউর মতো কর্মসূচি চলমান। জননেত্রী শেখ হাসিনার সরকারও মানুষকে ঘরে রাখার জন্য ছুটি ঘোষণা করেছে গত ২৬ মার্চ থেকে। করোনাভাইরাসের যেহেতু প্রতিষেধক তৈরি হয়নি, তাই প্রতিরোধই একমাত্র মুক্তির পথ।
আর প্রতিরোধ মানে শারীরিক দূরত্ব মেনে চলা। প্রতিরোধের এই কার্যক্রম নিশ্চিত করার দায়িত্ব পড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর। মাঠপর্যায় পর্যন্ত পুলিশ কাজ করে বলে তাদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে।
করোনা পরিস্থিতি পুলিশ বাহিনীর কাছে এনে দিয়েছে ভিন্ন এক বাস্তবতা। সরকারের সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনী। শহরের অলিগলি, গ্রামের পাড়া-মহল্লা, হাট-বাজারসহ সমগ্র বাংলাদেশের মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।