আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
আদিবাসি সম্প্রদায়ের অসহায় পরিবারের নতুন ঘরের ব্যবস্থা করলেন রাজীব
জান্নাতুল ফেরদৌস নিপা নামের অসহায় ছাত্রীকে পড়ালেখা চালিয়ে যেতে ১৫ হাজার টাকা প্রদান করেন মঞ্জুরুল আলম রাজীব।
ঢাকার সাভারের আড়াপাড়ায় আদিবাসি সম্প্রদায়ের অসহায় একটি পরিবারের নতুন ঘর করে দেয়ার ব্যবস্থা করেছেন সাবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে অসহায় ওই পরিবারটির জীর্ণ ও বসবাস অনুপযোগী ঘরটি দেখে তাদের জন্য নতুন ঘর তৈরীতে আর্থিক সাহায্য প্রদান করেন।
এছাড়া, ওই এলাকার জীবনযাত্রার উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থাসহ দরিদ্র আরো কয়েকটি পরিবারকে নগদ আর্থিক সহায়তাও করেন মঞ্জুরুল আলম রাজীব।
এছাড়াও, শনিবার দুপুরে জান্নাতুল ফেরদৌস নিপা নামের এক অসহায় ছাত্রীকে তার পড়ালেখা চালিয়ে যেতে প্রাথমিকভাবে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন মঞ্জুরুল আলম রাজীব। পাশাপাশি ওই অসহায় ছাত্রীর পড়ালেখার সমস্ত দায়িত্বভারও গ্রহণ করেন তিনি।
এর আগে, মরহুম ওয়াসিলউদ্দীন জামিয়া নগর মাদ্রাসার নকশা চুড়ান্তকরণ ও মাদ্রাসা পরিদর্শন করেন মঞ্জুরুল আলম রাজীব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy