মোঃ জুবায়ের, চট্টগ্রাম
চট্টগ্রামের লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ৪ নারীসহ ৮ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোতয়ালী থানার পরিদর্শক মো. আরমান হোসেন জানান, লালদিঘী এলাকার হোটেল লালদীঘিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালী থানার আমতল এলাকার হোটেল সাফিনা ও ফলমন্ডি এলাকার হোটেল সিলভার ইনে অভিযান চালিয়ে ৬ নারী-পুরুষকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
এছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয় সিএমপির কোতোয়ালি থানা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy