অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকা অস্ট্রেলিয়ায় রফতানি আটকে দিয়েছে ইতালির সরকার। দেশটিতে অ্যাস্ট্রাজেনকার কারখানায় উৎপাদিত ২ লাখ ৫০ হাজার টিকা এই রফতানির আওতায় অস্ট্রেলিয়ায় সরবরাহের কথা ছিল।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিয়ম অনুযায়ী টিকা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়, তাহলে তারা রফতানি বন্ধ করতে পারবে।
অস্ট্রেলিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধের মাধ্যমে প্রথম এই নিয়ম প্রয়োগ করল ইতালি। ইতালির এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে ইউরোপীয় কমিশন।
অপরদিকে অস্ট্রেলিয়া বলছে, একটি চালান বন্ধ হওয়ায় তাদের টিকা কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু হয়েছিল ফাইজার-বায়োএনটেকের মাধ্যমে। তবে শুক্রবার দেশটিতে নতুন করে অ্যাস্ট্রাজেনকার টিকা দেয়ার কথা ছিল। সূত্র : বিবিসি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy